বাউফলে ‘অপহৃত’ ব্যবসায়ীকে উদ্ধার
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উদ্ধার ব্যবসায়ী শিবানন্দ রায় শিবু বনিক
পটুয়াখালীর বাউফলে ‘অপহৃত’ ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে (৭২) উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের একটি মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
তবে, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধারের পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘শিবু বণিককে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’’
এর আগে, গত শুক্রবার রাতে কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় ‘কানু প্রিয় ভান্ডার’ নামের প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে বেঁধে রেখে দোকানের সাত লাখ টাকা লুট করে প্রতিষ্ঠানের মালিক শিবু বণিককে ডাকাতদল অপহরণ করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
ঢাকা/ইমরান/রাজীব