ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৩

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ৬ জানুয়ারি ২০২৫  
সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৩

সাতক্ষীরা সীমান্ত দিয় অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার (৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রবিবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার ছয়ঘরিয়া নামক এলাকা থেকে কাদের আটক করা হয়।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- সাতক্ষীরা সদরের বাকাল এলাকার রতন ঘোষের মেয়ে ত্রিপ্তি বিশ্বাস (২০), একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।

লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, ‘‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়ানী বিওপির বিজিবি সদস্যরা ছয়ঘরিয়া নামক এলাকায় কৌশলে অবস্থান নেয়। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন জনকে আটক করা হয়।’’

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়