ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

চসিকের সাবেক কাউন্সিলর এরশাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:৩৪, ৬ জানুয়ারি ২০২৫
চসিকের সাবেক কাউন্সিলর এরশাদ গ্রেপ্তার

সাবেক ওয়ার্ড কাউন্সিলর এরশাদ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এরশাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৬ জানুয়ারি) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল রাতে চট্টগ্রাম নগরীর মোহরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, সাবেক কাউন্সিলর এরশাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। রবিবার রাতে নগরীর মোহরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন:

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়