ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

নড়াইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:৫৬, ৬ জানুয়ারি ২০২৫
নড়াইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

নড়াইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দয়াল দাস (২৮)। তিনি দুর্ঘটনাকবলিত পিকআপের চালক ছিলেন। আহতরা হলেন- ট্রাকচালক আশিকুর ও তার সহকারী আরিফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে যশোরগামী মুরগি পরিবহনকারী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে আহত হন তিন জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান দয়াল দাস।

আরো পড়ুন:

তুলরামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আহমেদ বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়