বিএমডিএর পিডিকে লাঞ্ছিত ও কক্ষ ভাঙচুর করার অভিযোগ
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীতে কয়েকজন ঠিকাদার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক প্রকল্প পরিচালককে (পিডি) শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। তার কক্ষও ভাঙচুর করা হয়েছে।
শহিদুর রহমান নামের ওই কর্মকর্তা রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নিজ কার্যালয়ে লাঞ্ছিত হন।
বিএমডিএ সূত্রে জানা গেছে, শহিদুর রহমান বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের পরিচালক। ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের অনুসারী কয়েকজন ঠিকাদার কাজ না পেয়ে এ কাণ্ড ঘটিয়েছেন।
ওই সূত্র আরও জানায়, রোববার মাগরিবের নামাজের পর পিডি শহিদুর রহমানের কার্যালয়ে যান ঠিকাদাররা। এ সময় তারা কাজ না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। বাদানুবাদের একপর্যায়ে তারা পিডি শহিদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তার দপ্তর ভাঙচুরও করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পিডি শহিদুর রহমান বলেন, “আমি টেন্ডার করেছি, এখনও রেজাল্টই হয়নি। অনেকে আশঙ্কা করছেন যে, তারা কাজ পাবেন কি না। এগুলো অনলাইনে টেন্ডার হয়েছে। যারা অফিসে এসেছিল, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি না।”
অফিসকক্ষ ভাঙচুর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “তেমন কিছু হয়নি। ইডির অনুমতি ছাড়া আমি এই বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না।”
এ বিষয়ে জানতে চাইলে বিএমডিএর নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলাম বলেন, “আমি ঢাকায়। শুনলাম, এমন ঘটনা ঘটেছে। শারীরিকভাবে লাঞ্ছিত এবং অফিসকক্ষ ভাঙচুর ঘটনা, তবে এটা লাইট ঘটনা। কিন্তু, এটা দুঃখজনক। আমরা আলোচনা করছি, এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যায়।”
তিনি বলেন, “এভাবে তো চলতে পারে না। আমরা সঠিকভাবেই কাজ করতে চাই। আগামীকাল কৃষি মন্ত্রণালয়ের সচিব স্যারের সঙ্গে দেখা হবে। আমি ওনাকে বিষয়টি জানাব।”
ঢাকা/কেয়া/রফিক