ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

হাতকড়া পরিয়ে টাকা নেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:০৮, ৬ জানুয়ারি ২০২৫
হাতকড়া পরিয়ে টাকা নেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

সবুজ সরকার

গাজীপুরের শ্রীপুরে সবুজ সরকার নামের এক ব্যবসায়ীকে হেনস্থা ও হাতকড়া পরিয়ে ২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে।

সবুজ জানান, এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাতকড়া পরিহিত একটি ছবি পোস্ট করেন তিনি। পরে দুই লাখ টাকা ফেরত দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি।

গত শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার নয়নপুর হানু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে, বিষয়টি ভাইরাল হয় গতকাল রবিবার। সবুজ সরকার ধনুয়া গ্রামের আফতাব উদ্দিন সরকারের ছেলে।

সবুজ বলেন, ‘‘আমার বাবার জমি বিক্রির ৭৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন চাচা সুলতান সরকার। তার সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে।’’

তিনি বলেন, ‘‘গত শুক্রবার আমাকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আটক করেন চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস। পরে আমাকে হাতকড়া পরিয়ে মাওনা পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় এবং ফাঁড়ির একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।’’

‘‘সে সময় কৌশলে স্মার্টফোন দিয়ে একটি ছবি তুলে রাখি। তার এক ঘণ্টা পর আমাকে ছেড়ে দেওয়া হয়। পরে হাতকড়া পরিহিত একটি ছবি ফেসবুকে পোস্ট করি।’’- যোগ করেন সবুজ।

তিনি অভিযোগ করে বলেন, ‘‘চাচার বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় পুলিশ আমাকে আটক করে। এছাড়া আটকের সময় আমার কাছ থেকে ২ লাখ টাকা নেওয়া হয়। পরে ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে টাকা ফেরত দেওয়া হয়।’’

ফেসবুক পোস্টে সবুজ লিখেছিলেন, ‘আমাকে হাতকড়া পরিয়ে কেন আটক করা হলো? আবার ছেড়ে দেওয়া হলো কেন? সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার ও হাতকড়া পরানোর নিয়ম নেই।’

চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস বলেন, ‘‘সবুজকে আটক করা হয়েছিল। তবে, ফাঁড়িতে নেওয়া হয়নি। জমি সংক্রান্ত বিরোধের কারণে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় তাকে আটক করা হয়।’’

এ সময় টাকা নেওয়া ও ফেরতের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক বলেন, ‘‘ভুক্তভোগী ব্যবসায়ী ফেসবুকে পোস্ট করলে বিষয়টি আমাদের নজরে আসে। এ ঘটনায় তদন্ত হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/রফিক/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়