ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ৬ জানুয়ারি ২০২৫  
সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ফাইল ফটো

ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে শামীম আজাদ শফিক (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

শামীম আজাদ শফিক দোহার উপজেলার মৃত মোহাম্মদ আলী বেপারীর ছেলে। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হোসাইন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘শাক্তা এলাকায় সড়কের পাশে মরদেহ পরে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

আরো পড়ুন:

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়