ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

বিদেশে পালানোর সময় চট্টগ্রামের শিল্পপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:০২, ৬ জানুয়ারি ২০২৫
বিদেশে পালানোর সময় চট্টগ্রামের শিল্পপতি গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাইফুল ইসলাম সুমন (সংগৃহীত ছবি)

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যবসায়িক অংশীদার চট্টগ্রামের শিল্পপতি সাইফুল ইসলাম সুমন বিদেশে পালানোর সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। 

রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ১ হাজার ৩০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে চট্টগ্রামের থানায়।

সোমবার (৬ জানুয়ারি) সকালে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আকতার জানিয়েছেন, একাধিক মামলার আসামি সাইফুল ইসলাম সুমনকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হবে। 

অভিযোগ রয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সঙ্গে যোগসাজশে ইউসিবিএলের ১ হাজার ৩০০ কোটি টাকা লুটপাট করেছেন সাইফুল ইসলাম সুমন। এছাড়া, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলা চালাতে অর্থের যোগান দিয়েছেন তিনি। চট্টগ্রামের হাটহাজারী, আনোয়ারাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল।

ঢাকা/রেজাউল/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়