ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

কুষ্টিয়ায় বিএনপির ৪ আহ্বায়ক কমিটি গঠন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৩৪, ৬ জানুয়ারি ২০২৫
কুষ্টিয়ায় বিএনপির ৪ আহ্বায়ক কমিটি গঠন

কুষ্টিয়ায় দুটি উপজেলা ও দুটি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) রাতে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মো. আলাউদ্দিন খান এবং অধ্যক্ষ মুহা. আনিছ-উজ-জামান স্বপনকে সদস্যসচিব নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া, খোকসা পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে এ জেড জি রশিদ রেজা বাচ্চু এবং এস এম মোস্তফা শরিফকে সদস্যসচিব নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মো. নুরুল ইসলাম আনসার প্রামাণিক ও মো. লুৎফর রহমানকে সদস্যসচিব নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কুমারখালী পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে হাজী মো. মনোয়ার হোসেন এবং মো. মাকছেদুল মোমিনকে সদস্যসচিব নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা/কাঞ্চন/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়