সিংগাইরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জের সিংগাইরে সাহিদা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাহিদা আক্তার উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া দক্ষিণপাড়া এলাকার প্রবাসী সুজন মিয়ার স্ত্রী। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। সাহিদার বাবার বাড়ি একই ইউনিয়নের বাইমাইল এলাকায়।
নিহতের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, ‘‘সকালে ফজরের নামাজ শেষে বউকে রুমে দেখতে না পেয়ে ডাকাডাকি করি। সাড়াশব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে ছিটকানি লাগানো অবস্থায় পাই। পরে চালের ফাঁকা দিয়ে উঁকি দিয়ে ঘরের ভেতর ছেলের বউয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পাই।’’
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘‘সাহিদা আক্তারের মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’’
ঢাকা/চন্দন/রাজীব