তিনদিনের আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন রাবিপ্রবির শিক্ষার্থীরা
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভিসি নিয়োগের দাবিতে সোমবার দুপুরে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাবিপ্রবি শিক্ষার্থীরা
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত রাঙামাটি শহরের বনরূপায় চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো. রুহুল আমিন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আগামী তিনদিনের মধ্যে রাবিপ্রবিতে ভিসি নিয়োগের আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মো. জসিম উদ্দিন বলেন, “প্রশাসন আমাদের কাছ থেকে আগামী বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় নিয়েছেন। আগামী তিনদিনের মধ্যে যদি ভিসি নিয়োগ না হয়, তাহলে বৃহস্পতিবার থেকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।”
কয়েকজন শিক্ষার্থী বলেন, পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ে ভিসির পদটি শূন্য রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থাবিরতা নেমে এসেছে। ঠিকমতো হচ্ছে না পরীক্ষা ও ক্লাস।
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো. রুহুল আমিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের কথা আমরা শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছি। তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। ভিসি নিয়োগের ফাইল আজকে বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবে। আশাকরি, আগামী ২-৩ দিনের মধ্যে ভিসি নিয়োগ দেওয়া হবে।”
অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার, সদর উপজেলা নিবাহী অফিসার রিফাত আসমা, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহমেদ, রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. শাহেদ উদ্দিন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হ্য়। গত ১৮ আগস্ট রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. সেলিনা আখতার ও প্রো ভিসি ড. কাঞ্চন চাকমা পদত্যাগ করেন। এরপর থেকে এই বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ দুটি পদ শূন্য রয়েছে।
ঢাকা/বিজয়/মাসুদ