ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

নিরাপদ সড়ক চান শিক্ষার্থীরা

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ৬ জানুয়ারি ২০২৫  
নিরাপদ সড়ক চান শিক্ষার্থীরা

ছবি: রাইজিংবিডি

শেরপুরের নকলা উপজেলায় সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। এতে দীর্ঘ হচ্ছে নিহত ও আহতদের সারি। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, শোভাযাত্রা ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নকলা উপজেলা ছাত্র সমাজের আয়োজনে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন, শোভাযাত্রা ও সড়ক অবরোধ হয়।

এ সময় শিক্ষার্থীরা তাদের হাতে ‘নিরাপদ সড়ক চাই’ শ্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। পরে শিক্ষার্থীরা নকলা থানার সামনে থেকে শোভাযাত্রা নিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটক দিয়ে নকলা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে গিয়ে অবস্থান নেন।

আরো পড়ুন:

পরে খবর পেয়ে নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ সময় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে নকলার গুরুত্বপূর্ণ পয়েন্টে জেব্রা ক্রসিং, স্প্রিড ব্রেকার নির্মাণসহ ট্রাফিক ব্যবস্থা আরো জোরদার করার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এসএম মাসুম, রাইয়্যান আল মাহদি অনন্ত, শিক্ষার্থী লিমন আহমেদ, মুকিত, সুমাইয়্যা, স্বপ্না, মো. মেহেদি হাসান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/তারিকুল/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়