কুড়িগ্রামে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৬ পুলিশ ক্লোজড
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হাতকড়াসহ দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বাবুর হাট এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ছয় পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, চিহ্নিত মাদক কারবারি হাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়িটি থেকে ১ হাজার ৬২০ পিস ইয়াবাসহ হাফিজুর ও তার স্ত্রী হাসিনা বেগমকে আটক করে পুলিশ। তাদের থানায় নিয়ে যাওয়ার সময় কিছু ব্যক্তি পুলিশের গাড়ি আটকে রেখে মাদক কারবারিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বরত ছয় পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। রাতেই থানার ওসি মুনিরুল ইসলামকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর বলেন, “কিছু লোক পুলিশের কাজে বাধা দিয়ে দুই আসামি ছিনতাই করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাতকড়াসহ ছিনতাই হওয়া আসামিদের খোঁজা হাচ্ছে।”
ঢাকা/বাদশাহ/মাসুদ