কুষ্টিয়ায় জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়া শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির কমিটিতে পদবঞ্চিতরা
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিতরা।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৮ জানুয়ারি বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১২ জানুয়ারি ঢাকায় বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অনশন এবং ১৬ জানুয়ারি কুষ্টিয়ায় অনশন ও বিক্ষোভ সমাবেশ।
লিখিত বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু বলেন, “গত ৪ নভেম্বর জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। আমাদের সবার প্রত্যাশা ছিল অনুমোদিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ করবেন। তবে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ত্যাগীদের মাইনাস করা হয়েছে। পক্ষান্তরে ওই কমিটিতে যুগ্ম-আহ্বায়ক ও সদস্য পদে যারা স্থান পেয়েছেন তাদের অধিকাংশ আহ্বায়ক ও সদস্য সচিবের একান্ত আস্থাভাজন ও অনুগত। যাদের অধিকাংশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থাকার অভিযোগ রয়েছে।”
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, কাজল মজুমদার, জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি গোলাম কবিরসহ পদবঞ্চিতরা উপস্থিত ছিলেন।
ঢাকা/কাঞ্চন/মাসুদ