টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আহ্বায়ক আলামিন ও সদস্য সচিব মনিরুল ইসলাম
টাঙ্গাইল শহরের মাওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী আলামিনকে আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলামকে সদস্য সচিব করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল ১৫৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।
সংগঠনটির টাঙ্গাইল জেলা কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন সিয়াম, মুন্না খান, ফাতেমা রহমান বিথী, আব্দুর নুর তুষার, ইমরান কবির, এসএম কামরুল ইসলাম, মো. তুষার আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, ফাহাদুল ইসলাম ফাহাদ, মো. নবাব আলী, আহমেদ শেরশাহ, নুরুল আবসার, মাহাথীর মোহাম্মদ ভাসানী, প্রেমা সরকার, ইমন সিদ্দিকী, রেজাউল রুদ্র, টি এ নাঈম তালুকদার, সৈবাতুল ইসলাম আদিত্য, তাপসী, ফাহাদ হোসাইন, ফাহাদ আহমেদ, আমির ফাহাদ।
যুগ্ম সদস্য সচিব করা হয়েছে- শেখ ফরাশ, শাহজালাল সিজান, শাহাদত হোসেন সিয়াম, তৌকির আহমেদ, ফারদিন ইসলাম সাদ, আসিফ খান, আনিকা রহমান সেবা, আব্দুল আলীম, আলিম ইসলাম, মোহাম্মদ সাইদুল ইসলাম, আরিফুল ইসলাম, তাওহিদ হোসেন, জুবায়ের ইসলাম নিঝুম, মোহাম্মদ আলী চিশতী, ইমরান, সুমন হাসান, তৌহিদুল ইসলাম তন্ময়, জনি মিয়া, আশিকুল ইসলাম, আন্দালিব হানিফকে।
মুখ্য সংগঠক করা হয়েছে- সৈয়দ ইমতিয়াজ জাবেদ, আব্দুর রহমান, মারিয়াম মুকাদ্দাস মিষ্টি, আলিফ ইসলাম, মির্জা মুইদুল রহমান ইভান, তাসনিম, নেহা, মোছা. সুখী আক্তার, মো. এরশাদ, সাকিব আল হাসান রাব্বি, শিফা ইসলাম, সায়মা ইসলাম খান তন্নী, মো. রুবেল রানা, সিয়াম সরকার রূপক, মাহতাব হাসান মারুফ, জেবা সামিহা, মো. সাকিব, আসাদুজ্জামান সাগর, জাকির সিকদার, প্রান্ত, মো. ফরিদ সরকার, মনিরুজ্জামান কাকন, আব্দুল করিম, সাদিকুর রহমান সাদিককে।
মুখ্যপাত্র সদস্য- ইফফাত রাইসা নুহা, সদস্য তানজিম রিনি, জায়েদা সিদ্দিকী বকুল, মীর সাইমন, আব্দুল বারী, ইয়াসিন আরাফাত নিলয়, সাইদুল ইসলাম সোহাগ, অদ্রিতা রাত্রি, নাবিলা রওনক নুর, মো. নিয়ামত উল্লাহ, আরিফুল ইসলাম, মো. সজিব মিয়া, মো. আকরাম হোসেন, মাহতাব হাসান মারুফ, মো. নিয়ামত উল্লাহ, আবির হাসান, ওলিউল্লাহ খান, টুটুল মিয়া, মিশাল আহমেদ, আব্দুল্লাহ আল কাফী, ইসরামুল হক হিমেল, রাছেল, সাব্বির, আল আমিন, আরিফুল ইসলাম তরুণ, আতিকুর ইসলাম উজ্জল, শিশির আহমেদ সুমন, সামরাতুল ইসলাম জামিল, সিমাল খান, আবির হোসেন, অপরূপ, ইমাম হোসেন, আসিফুর রহমান, আশিব ফেরদৌস অংকুর, সাইফুল্লাহ মাহমুদ ফাইয়া, মো. ফেরদৌস রহমান রমজান, তাহিদুর রহমান খান, শাকিল মাহমুদ রাব্বী, তামান্না ইসলাম তরী, মো. সাইদুল ইসলাম, আবির খান, সিনহা ইসলাম মেঘলা, মির্জা ময়দুর রহমান ইভান, সিয়াম খান, ফারিহা খান, মারিয়া মুন্নেছা লিমু, মারুফ আহমেদ, সেজান আহমেদ, আরাফাত ইসলাম, শেখ ফয়সাল, আবিদ, তাওহিদা স্বপ্নিল, ইব্রাহিম খলিল ফাহিম, ইসরাত জাহান আখি, মেহেদী হাসান রিফাত, আব্দুল আলীম, মো. আবীর হোসাইন খান, আমীর ফাহাদ, তাহসিন খান, আনিকা খান, শুভ আহমেদ তালুকদার, নাবিদুর রহমান, মীম আক্তার, সাদিয়া রহমান রাহমা, তাসফিয়া তাহসীন, তাসনিয়া শারমিন লুপিন, তাসনিম হোসেন, মো. হাবিবুর রহমান, মো. আরিফুল ইসলাম, সিফাত খান, রেজওয়ান রহমান চৌধুরী অনয়, আদিবা ইসলাম, এ এসকে শুভ, তাওহীদ হোসেন, জুলহাস, মো. ফেরদৌস রানা, ফাতেমা জান্নাত মুর্শিদা, আমিন, জাহিদ, মুজাহিদ সেলিম, নিশাত, আতিক মিকদার, সৈয়দ আকবর, আব্দুল্লাহ সামি, সাইমা ইসলাম খান তন্নী, মাহমুদুল হাসান মুন্না, তারিকুল ইসলাম, রাতিনী ইসলাম রিফাত, রিদওয়ানা মুহাম্মদ ও সার্জিয়া রহমান তোয়া।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা আহ্বায়ক আলামিন বলেন, “গত জুলাই-আগস্টে যারা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তাদের এ কমিটিতে যুক্ত করা হয়েছে। যদি কেউ বাদ পরে থাকেন, পরবর্তীতে সংযোজন করা হবে।”
ঢাকা/কাওছার/মাসুদ