ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দলগুলোর সঙ্গে আলোচনার পর নির্বাচনের টাইম দেওয়া হবে: উপদেষ্টা আদিলুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ২১:৪২, ৬ জানুয়ারি ২০২৫
দলগুলোর সঙ্গে আলোচনার পর নির্বাচনের টাইম দেওয়া হবে: উপদেষ্টা আদিলুর

মুন্সীগঞ্জ আদালতে সোমবার সন্ধ্যায় জুলাই স্মৃতি সংযোগ করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান

গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জাতীয় নির্বাচনের একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন। সেই অনুযায়ী জানুয়ারি মাসের মধ্যে সংস্কার কমিটির প্রতিবেদন জমা হবে। প্রতিবেদন পাওয়ার পরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হবে।” 

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায়  মুন্সীগঞ্জ আদালতে জুলাই স্মৃতি সংযোগ করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংযোগ করিডোরটি জেলা ও দায়রা জজ আদালত ভবন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে চলাচলের জন্য তৈরি করা হবে। 

আরো পড়ুন:

আদিলুর রহমান খান বলেন, ‍“শিল্পকারখানা নির্মাণের সময় পরিবেশ রক্ষায় অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। ঢাকা থেকে রাসায়নিক কারখানার কার্যক্রম মুন্সীগঞ্জে নির্মিত বিসিকের ক্যামিকেল পার্কে স্থানান্তরের কাজ চলছে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করা যেন না হয়।” 

তিনি আরো বলেন, “জুলাই শহীদরা দেশকে মুক্ত করেছেন। তাদের স্বীকৃতিকে সামনে নিয়ে আসা এবং পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষণীয় করে রাখার কাজ চলমান থাকবে। শহীদ পরিবারকে সহায়তায় দেওয়ার প্রক্রিয়া চলমান থাকবে।”

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আল সরকার, জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার, আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হালিম ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন প্রমুখ।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়