ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

দ্রুত নির্বাচন দিয়ে মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিন: দুলু

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ৭ জানুয়ারি ২০২৫  
দ্রুত নির্বাচন দিয়ে মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিন: দুলু

সোমবার বিকেলে শহরের তেবাড়িয়া হাট এলাকায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের তেবাড়িয়া হাট এলাকায় শহীদ রাকিব ও রায়হানের ১০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “দেশে যে পরিমাণ ছিনতাই, চুরি, ডাকাতি বেড়েছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত নির্বাচন দিন। আগামী জুন মাসে জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নির্বাচিত সরকার তাদের শাসনের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা আবারো স্বাভাবিক করবে।” 

তিনি বলেন, “আমার দলের নেতাকর্মীকে হত্যা করে আমাদেরকেই আসামি করা হয়। ১০ বছর রাকিব ও রায়হানের বিচার তার পরিবার পায়নি। আইনের মাধ্যমে এ নাটোরের মাটিতে তাদের হত্যার বিচার করা হবে। যত হত্যাকাণ্ড নাটোরে হয়েছে, তাদের সকল বিচার আমরা করবো। নিহতদের পরিবার দীর্ঘ বছর ধরে নির্যাতিত ছিল। তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

বিএনপির এ নেতা বলেন, “শেখ মুজিব ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে যে অন্যায় অত্যাচার চালিয়েছিলেন, তার কারণে ২২ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। তার মেয়ে শেখ হাসিনা দেশে গুম, খুন, হত্যা, জুলুম ও নির্যাতন চালিয়েছেন, তার জন্য ৪২ বছরেও তারা ক্ষমতায় আসতে পারবে না।”

পরে ১ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা মো. শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

ঢাকা/আরিফুল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়