ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে পৌঁছেছেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:৫৮, ৭ জানুয়ারি ২০২৫
চট্টগ্রামে পৌঁছেছেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়া ৯০ জন জেলে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে পৌঁছেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে কোস্ট গার্ডের জাহাজযোগে তারা পতেঙ্গা উপকূলে পৌঁছান। 

এর আগে রবিবার দুপুরে বঙ্গোপসাগরে খুলনায় হিরণ পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্রসীমানায় ৯০ নাবিককে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড।

চট্টগ্রাম কোস্টগার্ডের পূর্ব জনের মিডিয়া বিভাগ থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

কোস্ট কার্ড জানায়, মুক্ত হওয়া নাবিকদের তাদের পরিবার ও ট্রলার মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

গত বছরের ৯ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ নামে দুটি বাংলাদেশি ফিশিং ভেসেলসহ মোট ৭৮ জনকে আটক করা হয়। এছাড়া গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘এফবি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায়। সেখানে থাকা ১২ বাংলাদেশি জেলে বা নৌকর্মীকে ভারত আটক করে নিয়ে যায়। এরই মধ্যে তাদের কারামুক্তি দেওয়া হয়েছে। 

ঢাকা/রেজাউল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়