ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

সাতক্ষীরায় শীত-কুয়াশায় বিপাকে নিম্ন আয়ের মানুষ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১০:৫৮, ৭ জানুয়ারি ২০২৫
সাতক্ষীরায় শীত-কুয়াশায় বিপাকে নিম্ন আয়ের মানুষ

টানা শীত-কুয়াশা ও দিনভর বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন সাতক্ষীরার সাধারণ ও নিম্ন আয়ের মানুষ। শীতের কারণে কাজকর্ম কমেছে দিনমজুর, ভ্যানচালক ও দৈনিক শ্রমের উপর নির্ভরশীল মানুষদের। 

গত কয়েকদিন যাবত শীত আর কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। যদিও বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে কুয়াশা। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষ গায়ে জড়িয়েছেন শীতের পোশাক। সন্ধ্যার পর থেকেই মৃদু হিমেল বাতাস পরের দিন সকাল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা।

গরম জামাকাপড় পরার পাশাপাশি চুলায় আগুন জ্বালিয়েও নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন কেউ কেউ। শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষেরা ঘর থেকে বের হচ্ছে। শীতকে উপেক্ষা করে জীবিকার তাগিদে ফসলি মাঠে কাজ করছেন শ্রমিকরা। শীতে বেশি বিপাকে পড়েছে বয়স্ক ও শিশুরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন  জানান, আজ ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ। 

সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (শিশু বিশেষজ্ঞ) ডা. সামছুর রহমান জানান, প্রতিদিনই শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে শীতজনিত বিভিন্ন রোগে। বিশেষ করে কোল্ড ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে তারা। 

তিনি আরো জানান, এই শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে।

ঢাকা/শাহীন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়