ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

নাটোরে বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির একাংশের পদত্যাগ

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:৩১, ৭ জানুয়ারি ২০২৫
নাটোরে বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির একাংশের পদত্যাগ

জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের মূল্যায়ন না করার অভিযোগে বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলন নাটোর জেলার আহ্বায়ক কমিটির প্রায় দেড়শ সদস্য পদত্যাগ করেছেন।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারীদের অভিযোগ ছাত্র আন্দোলনে নাটোরে যারা ভূমিকা রেখেছিল, তাদের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। তাই তারা পদত্যাগ করেন। পদত্যাগকারীরা দ্রুত এ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।

নতুন কমিটির পদত্যাগকারী যুগ্ম সদস্য সচিব শেখ ওবাইদুল্লাহ মীম বলেন, “নতুন কমিটির বড়াইগ্রাম, গুরুদাসপুর ও বাগাতিপাড়া উপজেলার সবাই পদত্যাগ করেছেন। এছাড়া নাটোর সদর, সিংড়া ও নলডাঙ্গা উপজেলার আংশিক পদত্যাগ করেছে। নতুন কমিটির প্রায় দেড়শ সদস্য পদত্যাগ করেছেন।”

নতুন কমিটির মুখ্য সংগঠক পদত্যাগকারী আব্দুস সামাদ শিশির বলেন, “কমিটিতে আমি যোগ্য পদ পেলেও আমার সহযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। তাই পদত্যাগ করেছি।”

নতুন কমিটির সংগঠক পদত্যাগকারী নাফিস ফুয়াদ সাদ বলেন, “যারা আন্দোলনে ২ মিনিটও রাজপথে ছিলেন না, তাদের গুরুত্বপূর্ণ পদে দেওয়া হয়েছে। অথচ দিনভর রাজপথে থেকেও অনেকে পদ পায়নি।”

এর আগে রোববার (৫ জানুয়ারি) রাতে ছয় মাস মেয়াদি ২৬৬ সদস্যের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

ঢাকা/আরিফুল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়