খাগড়াছড়িতে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাটিরাঙায় জব্দ করা অবৈধ বিদেশি সিগারেট।
খাগড়াছড়ির মাটিরাঙায় আনুমানিক ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে সেনাবাহিনী মাটিরাঙা জোন সদরের চেকপোস্টে তল্লাশি চালিয়ে অবৈধ পথে আসা এসব সিগারেট জব্দ করা হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সার্জেন্ট (গানার) হাসানের নেতৃত্বে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানে ভারত থেকে অবৈধভাবে আনা ছয় হাজার ৯৫০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়। তবে তল্লাশির সময় কাভার্ডভ্যানটির চালক ও হেলপার পালিয়ে গেছে।
জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা বলেও জানানো হয়।
এ বিষয়ে জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরা চালানের সম্পৃক্ত কাউকে আটক করা যায়নি। আটককৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/রূপায়ন/ইমন