ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

বিরামপুর সীমান্তে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৭ জানুয়ারি ২০২৫  
বিরামপুর সীমান্তে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

অচিন্তপুর সীমান্তে আটককৃত ৮ জন

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধপথে প্রবেশকালে একই পরিবারের ৫ জনসহ ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে আটককৃতদের দিনাজপুর জেলা হাজতে পাঠানো হয়েছে।

এরা হলেন, বগুড়া সদরের মংলা চন্দ্র, গণেশ চন্দ্র, সোহাগ চন্দ্র, বুদা চন্দ্র, বিকাশ চন্দ্র এবং দিনাজপুরের বিরল উপজেলার কামরুজ্জামান, বিরামপুর উপজেলার মমিনুর রহমান ও একই উপজেলার ছইবুর রহমান। 

সোমবার বিকেলে বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। 

ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক বলেন, “সোমবার বিকেলে বিরামপুর সীমান্তে বাংলাদেশিকে ৮ নাগরিককে আটক করে বিজিবি। সোমবার রাতে বিজিবি বাদি হয়ে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করে। আইন প্রক্রিয়া শেষে আজ (মঙ্গলবার) দুপুরে তাদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।”

ঢাকা/মোসলেম/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়