ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

প্রেস কাউন্সিল গ্রহণযোগ্যতা হারিয়েছে : গণমাধ্যম সংস্কার কমিশন চেয়ারম্যান

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:১১, ৭ জানুয়ারি ২০২৫
প্রেস কাউন্সিল গ্রহণযোগ্যতা হারিয়েছে : গণমাধ্যম সংস্কার কমিশন চেয়ারম্যান

মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশন চেয়ারম্যান কামাল আহমেদ

“বর্তমান প্রেস কাউন্সিল তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। প্রতিষ্ঠানটি অকেজো হয়ে পড়েছে। এটি বিলুপ্ত করে নতুন কোন প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে”, মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। 

তিনি আরো বলেন, “গণ্যমাধ্যম সংস্কারের জন্য সব থেকে বড় অংশীজন হলো জনসাধারণ। তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এই লক্ষ্যে গণজরিপের কাজ আজ শেষ হবে। সাংবাদিকদের বেতন কাঠামো, অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।” 

সভায় এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য কামরুনেছা হাসান, মোস্তফা সবুজ ও আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দৈনিক ও অনলাইন সংবাদপত্রের সম্পাদক এবং তিন পার্বত্য জেলার বিভিন্ন সংবাদকর্মী।

সভায় গণমাধ্যমকর্মীরা জানান, গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সর্বদা মাঠ পর্যায়ে কাজ করে থাকে। কিন্তু সংবাদকর্মীরা সে অনুযায়ী বেতন-ভাতা বা সম্মানি পান না। তাদের জীবিকা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। 

পাশাপাশি সাংবাদিকদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত অর্জন সাপেক্ষে নিয়োগ প্রদান এবং যারা সাংবাদিকতা পেশায় আসতে চান তাদের জন্য প্রেস কাউন্সিল বা পিআইবি কতৃক কোর্স চালু করে কোর্স সমাপন সাপেক্ষে সেই সুযোগ রাখার দাবি জানানো হয়।

তারা আরো জানান, অপ-সাংবাদিকতা রুখতে হলে ভুঁইফোড় গণমাধ্যম বন্ধ করতে হবে এবং নতুন গণমাধ্যম নিবন্ধনের ক্ষেত্রে যাচাই-বাছাইপূর্বক আরো সচেতন হতে হবে। কিছু গণমাধ্যম প্রতিনিধিদের বেতন না দিয়ে উল্টো নিয়োগ প্রদানের ক্ষেত্রে অর্থ দাবি করে। 

এ ধরনের গণমাধ্যমকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংবাদকর্মীরা।

ঢাকা/শংকর/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়