চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণ: ৩ যুবক গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বদরখালী সেতুর পাশে প্যারাবনে কিশোরীকে ধর্ষণ করা হয়
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওই কিশোরী কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে।
গ্রেপ্তাররা হলেন, বদরখালী ইউনিয়নের কলেজপাড়া গ্রামের মো ইছহাকের ছেলে মোহাম্মদ কাজল (২৩), টুটিয়াখালীপাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে মো. বশির (৩৮) ও ঢেমুশিয়াপাড়ার আব্দুস সোবহানের ছেলে মো. শাহজাহান (২৭)।
কিশোরীর পরিবারের ভাষ্যমতে, রোববার (৫ জানুয়ারি) ওই কিশোরী বদরখালী স্টেশন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে মহেশখালী যাচ্ছিলেন। অটোরিকশাটি বদরখালী সেতুর ওপর গেলে গাড়ি নষ্ট হওয়ার বাহানা দিয়ে চালক তাকে নামিয়ে দেন। সেতু পার হওয়ার সময় দুজন তার পথরোধ করেন। পরে ভয়ভীতি ও ধারালো ছুরি দেখিয়ে তাকে মুখ চেপে ধরে সেতুর পাশে বেড়িবাঁধের প্যারাবনের ভেতর নিয়ে যান। সেখানে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এর প্রতিবাদে সোমবার (৬ জানুয়ারি) দুপুরে চকরিয়া-মহেশখালী সড়কের বদরখালী সেতু এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে এলাকাবাসী। এতে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
কিশোরীর পরিবার জানিয়েছে, ওই কিশোরীকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও ভয়ের মধ্যে আছে। লজ্জায় পরিবারের কারো দিকে তাকাতে পারছে না। পরিবারের সদস্যরাও তাকে কিছু বলতে পারছে না।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, এ ঘটনার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে।
তিনি আরো জানান, মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।
ঢাকা/তারেকুর/বকুল