লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দুদকের অভিযান
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে দুদক চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজগর হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযান চলাকালীন পরিচ্ছন্নতা কর্মী বাবর উল আলমকে দিয়ে পাসপোর্টের আবেদন যাছাই করানোর তথ্য পান তারা।
দুদকের সহকারী পরিচালক মো. আজগর হোসেন বলেন, “অভিযোগ রয়েছে দালালের মাধ্যমে যেসব আবেদন করা হয়, তাতে সুনির্দিষ্ট কিছু চিহ্ন থাকে। আমরা কিছু আবেদন যাচাই করে তা পাইনি। তবে, দুই একটা নোট পেয়েছি। তা নিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ডিএসবি প্রতিবেদনের জন্য আবেদনগুলোতে নোট রাখা হয়েছে।”
পরিচ্ছন্নতা কর্মীর বিষয়ে দুদকের এই কর্মকর্তা বলেন, “অফিসের আদেশ অনুযায়ী পরিচ্ছন্নতাকর্মী বাবর পাসপোর্ট আবেদনগুলো যাচাইয়ের কাজ করছেন। আমাদের ডকুমেন্ট বিষয়টি দেখানো হয়েছে।”
লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক একেএম আবু সাঈদ বলেন, “লোক স্বল্পতা থাকায় পরিচ্ছন্নতা কর্মী দিয়ে বাড়তি কাজ করানো হয়। কাজটি জটিল না হওয়ায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ