সাভারে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মো. মনির হোসেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি সাভারের আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন ওরফে মোবাইল মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাভার সিটি সেন্টার শপিংমল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনির হোসেন ওরফে মোবাইল মনি সাভার সদর ইউনিয়নের বাসিন্দা। তিনি সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে সাভারে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি ছুঁড়ার ঘটনা ঘটে। এতে অসংখ্য ছাত্র-জনতা নিহত হন। পরবর্তীতে নিহতদের স্বজনরা হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এমন পাঁচটি মামলার আসামি মো. মনির হোসেন ওরফে মোবাইল মনির। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাভার সিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরো জানান, “বুধবার (৮ জানুয়ারি) সকালে রিমান্ড চেয়ে তাকে (মনির হোসেন) আদালতে পাঠানো হবে।”
ঢাকা/সাব্বির/মাসুদ