সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
মঙ্গলবার সন্ধ্যায় জয়দেবপুরে আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়
গাজীপুরের জয়দেবপুরে আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর ট্রেনটির যাত্রীরা বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার হানিফ আলী।
ট্রেনটির কয়েকজন যাত্রী জানান, আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইন দিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে যাত্রীর ট্রেন থেকে নেমে বিকল্প পথে গন্তব্যে রওনা হতে শুরু করেন। অনেকেই স্টেশনে গিয়ে অপেক্ষা করছেন অন্য ট্রেনের জন্য।
স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, “সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের চাকা সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ থাকবে না। শুধুমাত্র ইঞ্জিন তোলার আগ পর্যন্ত ৩ ও ৪ নম্বর লাইন বন্ধ থাকবে।”
ঢাকা/রেজাউল/মাসুদ
ঢাকা/রেজাউল/মাসুদ