ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

চৌকা সীমান্তে উত্তেজনায় আতঙ্কে স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ২১:৪৭, ৭ জানুয়ারি ২০২৫
চৌকা সীমান্তে উত্তেজনায় আতঙ্কে স্থানীয়রা

চৌকা সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত এলাকায় শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের জেরে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ফলে বাংলাদেশের সীমান্তের কাছের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রিবাজ করছে।

সীমান্তের সবশেষ পরিস্থিতি শান্ত রয়েছে বলে মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জানিয়েছে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

আরো পড়ুন:

চৌকা সীমান্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় অবস্থিত।  

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৬ জানুয়ারি) সকালে ভারতে মালদহ জেলার গোপালগঞ্জ থানার শুব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করে। এ সময় বিজিবির পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। এ ঘটনার জেরে সেদিন বিকেলে বিষয়টি মীমাংসায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার সকাল থেকে বিএসএফ কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সতর্ক অবস্থান নেয় বিজিবি।

চৌকা সীমান্তের বাসিন্দা কাউসার আলী বলেন, “সোমবার থেকে সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের সদস্যরা কঠোর অবস্থানে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের এমন অবস্থা দেখে আমরা অনেক আতঙ্কে রয়েছি।”

শফিকুল ইসলাম নামে অপর বাসিন্দা বলেন, “সোমবার ও মঙ্গলবার দিনভর সীমান্তের কাছে স্থানীয় বাসিন্দারা ছিলেন। বিজিবি উৎসুক জনতাক ঘরে ফিরে যেতে বলছে। তবে অনেকেই তাদের কথা শোনেননি। সীমান্তের ওপারে ভারতীয়রা লাঠি হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। প্রথম দিনের থেকে আজকে সীমান্তে বেশি লোকজন উপস্থিত হন। সবার মধ্যেই আতঙ্ক কাজ করছে।”

সীমান্তে জড়ো হওয়া ভারতীয় বাসিন্দারা

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সীমন্তে একটু ঝামেলা হয়েছে। সীমান্তের সবশেষ পরিস্থিতি এখন শান্ত। ভারতের পক্ষ থেকে তাদের সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে। আমরাও আমাদের সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েন রেখেছি। সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই।”

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়