মোরেলগঞ্জে কৃষি কর্মকর্তার কার্যালয়ে দুদকের অভিযান
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার অভিযান চালিয়েছে দুদক
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিতরণ করা ১১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের সঠিক ব্যবহার ও বিতরণ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) সংস্থাটি অভিযানে যায়।
দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।
দুদক সূত্রে জানা গেছে, ২০২১-২২ এবং ২০২৩-২৪ অর্থবছরে সরকারিভাবে ১৪টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করার জন্য বরাদ্দ দেওয়া হয়। ৩০-৩২ লাখ টাকা মূল্যের এসব মেশিনের জন্য কৃষকদের ৯ লাখ টাকা করে পরিশোধ করতে হয়েছে। তবে বাস্তবে, খাতা-কলমে ১৪টি মেশিন বিতরণ দেখানো হলেও ১১টি মেশিনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
দুদক কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, “প্রাথমিক তদন্তে মেশিন বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”
তিনি আরো বলেন, “সরকার কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের সহায়তা দিতে ভর্তুকির আওতায় এসব মেশিন বিতরণ করলেও অনিয়মের ফলে তা উদ্দেশ্যপূরণে ব্যর্থ হয়েছে।”
ঢাকা/শহিদুল/মাসুদ