ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

পঞ্চগড়ে বাসচাপায় এনজিও কর্মী নিহত

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ৭ জানুয়ারি ২০২৫  
পঞ্চগড়ে বাসচাপায় এনজিও কর্মী নিহত

পঞ্চগড় শহরে যাত্রীবাহী বাসের চাপায় হোসনে আরা বেগম মালা (৪২) নামে এক নারী এনজিও কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের বিএনপি অফিসে সামনে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার ওসি মাসুদ পারভেজ। 

নিহত মালা জেলা শহরের পুরাতন পঞ্চগড় এলাকার সামসুজ্জোহা তরুণের স্ত্রী। তিনি আশা এনজিওতে কর্মরত ছিলেন।

আরো পড়ুন:

ওসি মাসুদ পারভেজ জানান, তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চগড় জেলা বিএনপি অফিসের সামনে হোসনে আরা বেগম মালাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

ঢাকা/নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়