ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

ভূঞাপু‌রে ভে‌ঙে ফেলা হল বঙ্গবন্ধুর ম্যুরাল

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:১৩, ৭ জানুয়ারি ২০২৫
ভূঞাপু‌রে ভে‌ঙে ফেলা হল বঙ্গবন্ধুর ম্যুরাল

ভূঞাপু‌রে মু‌ক্তি‌যোদ্ধা কমপ্লে‌ক্সের সা‌ম‌নে নি‌র্মিত বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ম্যুরাল সোমবার রাতে দুষ্কৃতকারীরা ভেঙে ফেলে

টাঙ্গাইলে ভূঞাপু‌রে মু‌ক্তি‌যোদ্ধা কমপ্লে‌ক্সের সা‌ম‌নে নি‌র্মিত বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ম্যুরাল ভে‌ঙে ফেলা হ‌য়ে‌ছে।  

সোমবার (৬ জানুয়ারি) রাতের কোনো এক সময় কে বা কারা ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় অব‌স্থিত মুক্তি‌যোদ্ধা কম‌প্লে‌ক্সের সাম‌নে নি‌র্মিত ম্যুরালটি ভেকু দি‌য়ে ভে‌ঙে ফেলে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভূঞাপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, “বিষয়টি শুনেছি। দুষ্কৃতকারীরা ঘটনাটি ঘটাতে পারে।”

ভিডিওতে দেখা যায়, রা‌তে মা‌টি কাটার ভেকু মেশিন ‌দি‌য়ে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভে‌ঙে ফেলা হ‌চ্ছে। এক‌টি ল‌ড়ি‌ ট্রা‌কের ওপর ভেকুটি রে‌খে ম্যুরালটি ভাঙা হয়। 

জানা গেছে, ২০১৫ সালের ২৭ অক্টোর সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনসহ বঙ্গবন্ধুর ম্যুারালটি উদ্ধোধন করেন। এরপর থেকে স্থানীয় মুক্তিযোদ্ধারা বিভিন্ন জাতীয় দিবসে এই ম্যুারালে পুষ্পস্তবক অর্পণ করে আসছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, ‍“ম্যুরাল ভাঙার বিষয়টি জানা নেই।”

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে সারা দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়। দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর হয়। কয়েকদিন আগে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালটিও ভেঙে ফেলা হয়। সোমবার (৬ জানুয়ারি) রাতে ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালটি কে বা কারা ভেঙে ফেলে।

ঢাকা/কাওছার/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়