সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের বিচার দাবিতে মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের নিহতের ঘটনায় সুষ্ঠু বিচার এবং ট্রলিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা মহাসড়কে অদক্ষ চালক আর বেপরোয়াগতির অবৈধ ট্রলি চলাচল বন্ধ, সঠিক গতিতে গাড়ি চলাচল, দক্ষ চালক দিয়ে গাড়ি চালানোসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানান।
বক্তারা বলেন, অদক্ষ চালক আর বেপরোয়াগতির জন্য কলেজ ছাত্র রাজিনকে এই বয়সে পৃথিবী ছেড়ে যেতে হলো। আর যাতে কারো ছোট ভাইকে এমন অকালে মরতে না হয়, সে জন্য দাবিগুলো বিবেচনা করে দ্রুত বাস্তবায়ন করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং ট্রলিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।
গত ৫ জানুয়ারি ঝালকাঠি-বরিশাল মহাসড়কের সমাজসেবা অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি সরকারি কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী রাজিন নিহত হয়।
ঢাকা/অলোক/বকুল