ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

মাগুরায় ২ রোহঙ্গিা গ্রেপ্তার, পেটে মিলল ইয়াবা

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ৭ জানুয়ারি ২০২৫  
মাগুরায় ২ রোহঙ্গিা গ্রেপ্তার, পেটে মিলল ইয়াবা

গ্রেপ্তার দুই রোহিঙ্গা

মাগুরা বাস টার্মিনাল এলাকা থেকে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা (ডবি) পুলিশ। পরে তাদের পেটের ভেতর থেকে ১ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার হয়। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাস টার্মিনাল সংলগ্ন মডেল মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- আজিজ (৪৭) ও আব্দুল কুদ্দুস (৪৫)। তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার উখিয়া হাকিম পাড়া ১৪-রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ই-২ এর বাসিন্দা। 

আরো পড়ুন:

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুক্তারুজ্জামান বলেন, “জেলা ডিবি পুলিশের এসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৮টায় মাগুরা বাস টার্মিনালের পাশের মডলে মসজিদের সামনে থেকে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেন। তারা কক্সবাজার থেকে একটি বাসে চড়ে মাগুরায় আসেন। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাদের পেটের ভেতরে ইয়াবা রয়েছে। পরে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলট্রাসনোগ্রাম  করে নিশ্চিত হন গ্রেপ্তারকৃতদের পেটের মধ্যে ইয়াবা রয়েছে। এরপর তাদের পেট ওয়াশ করে ১ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”  

তিনি আরো বলেন, “গ্রেপ্তারকৃতদের মাগুরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।”  

ঢাকা/শাহীন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়