ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

গুড়ে ভেজাল না দেওয়ার শপথ যশোরের ১০০ গাছির

অভয়নগর (যশোর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ৭ জানুয়ারি ২০২৫  
গুড়ে ভেজাল না দেওয়ার শপথ যশোরের ১০০ গাছির

গাছিদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা

যশোরের চৌগাছায় গাছি সমাবেশে উৎপাদিত খেজুর গুড়ে কোন ধরনের ভেজাল দেবেন না বলে শপথ নিয়েছেন প্রায় শতাধিক গাছি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা গাছিদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা মিজানুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, তাপস কুমার, নাজমুল হোসেন, খেজুর গুড়ের উদ্যোক্তা আতাউর রহমান, হায়াতপুর গ্রামের গাছি আব্দুল গাজী, শান্তি মোল্লা, নগরবর্ণি গ্রামের আব্দুল কুদ্দুস ও আব্দুস সাত্তার, মাঠ চাকলা গ্রামের শাহাবুদ্দীন প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা শপথ বাক্য পাঠ করানোর পর গাছিদের হাতে উপহার হিসেবে একটি করে কম্বল তুলে দেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, “আগামী ১লা মাঘ থেকে তিন দিনব্যাপী উপজেলা চত্বরে গুড় মেলা বসবে। যশোরের রস-গুড়ের সুনাম অক্ষুণ্ন রাখতে তাই গাছিদের নিয়ে এই আয়োজন।”

ঢাকা/প্রিয়ব্রত/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়