ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:০২, ৮ জানুয়ারি ২০২৫
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের ঝগড়া থামাতে গিয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত দেলোয়ার ওই এলাকার তুরাব আলীর ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড়ের মৃত আব্দুস সামাদের ছেলে শেখ ফরিদের কাছে কিছুদিন আগে একই এলাকার রিকশাচালক তারা মিয়া চড়াসুদে টাকা ধার নেয়। মঙ্গলবার রাত ৮টার দিকে দেলোয়ারের দোকানের সামনে ঋণের টাকা আদায় নিয়ে শেখ ফরিদ, আলম ও রবিউল এর সাথে তারা মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে দেলোয়ার তাদের থামাতে গেলে প্রতিপক্ষের দায়ের কোপে দেলোয়ারসহ পাঁচজন আহত হন। আহতদের প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে রাত ১২টার দিকে দেলোয়ারের মৃত্যু হয়। অপর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন বলেন, “এখন পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেনি। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/তারিকুল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়