ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

চলনবিলের গায়ে হলুদ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:৩৬, ৮ জানুয়ারি ২০২৫
চলনবিলের গায়ে হলুদ

চলনবিল সেজেছে অপরূপ সাজে। চারদিকে হলুদের সমারোহ দেখে মনে হয় যেন চলনবিলের গায়ে হলুদ।

এই শীতে চলনবিল সেজেছে অপরূপ সাজে। চারদিকে হলুদের সমারোহ দেখে মনে হয় যেন চলনবিলের গায়ে হলুদ। আর চোখ জুড়ানো এমন দৃশ্য দেখতে মানুষ ছুটে যাচ্ছে চলনবিলে। 

পাবনার চাটমোহর পৌর সদরের জারদিস মোড় থেকে হান্ডিয়াল-মান্নাননগর আঞ্চলিক সড়ক চলে গেছে চলনবিলের বুক চিরে। 

চলনবিলের চাটমোহর উপজেলার বওশা ব্রিজ ও দরাপপুর ভাঙা ব্রিজ এলাকায় সড়কের দুই পাশে অবারিত সৌন্দর্য ফুটে উঠেছে। দুই পাশে বিলের বুকজুড়ে শুধুই হলুদ রঙে ছেয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন চলনবিলের গায়ে হলুদ লেগে আছে। 

সরিষা ফুলের অবারিত সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন চলনবিলে ছুটে যাচ্ছেন অসংখ্য প্রকৃতিপ্রেমি মানুষ। তারা ছবি তুলছেন, প্রিয়জনকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন। তার মাঝেই বিলের বুকে জমে থাকা পানিতে খেলা করছে অতিথি পাখি। তাদের কলকাকলিতে বিমুগ্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে। সরিষা ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছিরা। অবসর পেলে এমন সৌন্দর্যে কার না ছুটে যেতে মন চায়। 

বেড়াতে আসা প্রকৃতিপ্রেমি রফিক ইসলাম বলেন, “চলনবিলের সন্তান হিসেবে এটা আমাদের গর্বের। কাজের প্রয়োজনে বাইরে থাকলেও সময় সুযোগ পেলেই ছুটে আসি। আর এই সময়টাতে প্রতিবছরই আসা হয়। কারণ চলনবিলের সৌন্দর্য হলো শীত মৌসুমে। এই সময়ে চলনবিলকে এক নতুন সাজে দেখা যায়।” 

আরেক পর্যটক মনোয়ার হোসেন বলেন, “দিনে দিনে সবকিছু হারিয়ে ফেলছি আমরা। তার মাঝে মনকে চোখকে সান্ত্বনা দেয় চলনবিল। আসল রূপ ফুটে ওঠে এই মৌসুমে। মনে হয় যেন চলনবিল গায়ে হলুদ মেখেছে। অন্যরকম এক ভালো লাগায় মনটা ভরে যায়।” 

চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান বলেন, “আসলে চলনবিল আর আগের মতো নেই। দিন দিন দখল-দূষণে সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। চলনবিলের বুক আর পেটের ভেতর অনেকগুলো সড়ক হয়েছে। ক্ষত-বিক্ষত করা হচ্ছে চলনবিলকে।”

তিনি আরো বলেন, “শীত মৌসুম যেতে না যেতেই বিলে আর এক ফোটা পানি থাকে না। দেশী মাছের তীব্র আকাল। যা সৌন্দর্য কেবল সরিষা ফুলের এই সময়। আগামীতে এটাও কতটুকু থাকবে বলা মুশকিল। তাই চলনবিলের সৌন্দর্য রক্ষায় সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।”

ঢাকা/শাহীন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়