চরভদ্রাসনে বই ছাড়াই ক্লাস করছে ২০ হাজার শিক্ষার্থী
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বই ছাড়াই ক্লাস করছে শিক্ষার্থীরা
শিক্ষাবর্ষের সাত দিন পেরিয়ে গেলেও ফরিদপুরের চরভদ্রাসনে প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় ২০ হাজার শিক্ষার্থী এখনো কোনো বই পায়নি। ফলে, পাঠ্যবই ছাড়াই ক্লাস করতে হচ্ছে তাদের। মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার কয়েকটি বিদ্যালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
উপজেলা সদরের বি এস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বই ছাড়াই ক্লাসে পাঠদান দেওয়া হচ্ছে। শিক্ষকরা মুখে মুখে কোমলমতি শিশুদের মৌলিক শিক্ষা দিচ্ছেন।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ঋষিতা খানম বলে, ‘‘বই ছাড়া স্কুলে আসতে ভালো লাগে না। তাই, স্কুলে কম আসি।’’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা বলেন, ‘‘এ বছর আমরা এখনো কোনো বই পাইনি। বই ছাড়াই ক্লাস চালিয়ে যাচ্ছি।’’
খোঁজ নিয়ে জানা যায়, চরভদ্রাসন উপজেলায় ৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১০টি কিন্ডারগার্টেনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। এর মধ্যে, প্রাথমিক পর্যায়ে ১২ হাজার ১০৮ সেট, মাধ্যমিক পর্যায়ে ৬ হাজার ৯১০ সেট এবং মাদ্রাসা পর্যায়ে ৫০০ সেট নতুন বই দরকার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ইয়াহিয়া বলেন, ‘‘গত সোমবার শুধুমাত্র সপ্তম ও দশম শ্রেণির তিন বিষয়ের বই এসেছে। কিন্তু, বিতরণ হয়নি। অন্য কোনো শ্রেণির বই এখনো আসেনি।’’
ঢাকা/তামিম/রাজীব