ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

সাঁওতাল নারীকে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ৮ জানুয়ারি ২০২৫  
সাঁওতাল নারীকে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রফিকুল ইসলাম

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের বিরাট বরট্ট গ্রামে সাঁওতাল নারীকে মারধর, জমি দখল ও ঘরে আগুন দেওয়ার মামলায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকার শাহবাগের প্রিতম হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ জানুয়ারি রাজাহার ইউনিয়নের বিরাট বরট্ট গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সুন্দর মণ্ডলের স্ত্রী ফিলোমিনা হাসদা ও তার পরিবারের ওপর হামলা, মারধর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়নের বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ফিলোমিনা হাসদার বড় ছেলে জুলিয়াস সরেন বাদী হয়ে গত শনিবার সন্ধ্যায় চেয়ারম্যানসহ ৬ জনকে আসামি করে মামলা করেন।

আরো পড়ুন:

গত রবিবার (৫ জানুয়ারি) গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ড. ময়নুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল স্বাক্ষরিত এক চিঠিতে রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। গতকাল মঙ্গলবার দেশের ৪৭ জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

ওসি বুলবুল ইসলাম বলেন, ‍“সাঁওতাল নারীকে মারধরের মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গাইবান্ধায় আনা হচ্ছে।”

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়