ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

কুষ্টিয়া পৌর বিএনপির কমিটি বিলুপ্ত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:২৩, ৮ জানুয়ারি ২০২৫
কুষ্টিয়া পৌর বিএনপির কমিটি বিলুপ্ত

বিএনপির কুষ্টিয়া পৌর কমিটির বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার কমিটি বিলুপ্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার রেণইউক এন্ড যজ্ঞেস্বর সংলগ্ন গড়াই নদীর বাঁধ মাঠে আয়োজিত সভায় কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ সভাপতিত্বে করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। 

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুষ্টিয়া পৌর কমিটির সাধারণ সম্পাদক এ. কে বিশ্বাস বাবু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, বশিরুল আলম চাঁদ, জাহিদুল ইসলাম বিপ্লব, ইসমাইল হোসেন মুরাদ, কামাল উদ্দিন, আল আমিন কানাই, আব্দুল মাজেদ প্রমুখ। 

আরো পড়ুন:

সমাবেশে কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়