ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ৮ জানুয়ারি ২০২৫  
বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জে বাসচাপায় সুমন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। 

বুধরার (৮ জানুয়ারি) সন্ধ্যার আগে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ধোপাকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুমন গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সাহেবপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

আরো পড়ুন:

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, ‍“পাবনা থেকে সি-লাইন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা থেকে মোটরসাইকেলে সুমন দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। বাসটি মহাসড়কের ধোপাকান্দি এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুমনের মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেলটির অপর আরোহী।”

তিনি আরো বলেন, “পুলিশ আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।” 

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়