নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আল মুহাম্মদ হক আহাদ
কক্সবাজার শহরের কলাতলীর ডিসি পাহাড় এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর আল মুহাম্মদ হক আহাদ (৫) নামে এক শিশুর মরদেহ হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) মধ্যরাত ১টার দিকে নিজ বাড়ির পাশের একটি খালি জায়গায় শিশুটির মরদেহ পাওয়া যায়। এর আগে একই দিন বিকেল ৫টা থেকে নিখোঁজ ছিল আহাদ। কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান এ তথ্য জানান।
আহাদ একই এলাকার আনোয়ারুল হকের ছেলে। সে সৈকত কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
ওসি ইলিয়াস খান বলেন, “গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে আহাদ নিখোঁজ হয়। স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়ালঘেরা একটি খালি জায়গায় শিশুটির নিথরদেহ দেখতে পান তারা। শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরো বলেন, “শিশুটির গলায় চাপ দেওয়ার চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে স্বজনরা জানিয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।”
ঢাকা/তারেকুর/মাসুদ