মাগুরায় দেয়ালচাপায় শ্রমিকের মৃত্যু
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দেয়ালচাপায় গুরুতর আহত আব্দুল লতিফ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে মারা যান
মাগুরায় সদর উপজেলায় মসজিদের ভেঙে পড়া সীমানা দেয়ালে চাপা পড়ে আব্দুল লতিফ (২৮) নামের এক যুবক মারা গেছেন।
বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে চাউলিয়া ইউনিয়নের বাওড়ভাঙ্গা গ্রামে এ দুর্ঘনা ঘটে।
নিহতের ভাই রজব আলী জানিয়েছেন, ওই মসজিদের সীমানা প্রাচীর সংস্কারের কাজ চলছিল। লতিফ সেখানে রাজমিস্ত্রী হিসেবে কাজ করছিলেন। হঠাৎ করে প্রাচীরের একটি অংশ তার ওপর ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন। মাগুরা সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে মারা যান লতিফ।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী বলেছেন, “মসজিদের সীমানা প্রাচীর ভেঙে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”
ঢাকা/শাহীন/রফিক