নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার চান নুর
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বক্তব্য রাখছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
রাষ্ট্র সংস্কার করার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘‘আমরা চাই, এ সরকার রাষ্ট্র সংস্কার করে মানবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেবে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে সরকারকে জবাবদিহিতামূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।’’
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘‘এই সরকার কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকার না, অন্যান্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনা করার তিন মাসের দায়িত্বপ্রাপ্ত সরকার না। শত-সহস্র মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে আজকের এই অন্তর্বর্তী সরকার।’’
গণঅধিকার পরিষদের জেলা শাখার আহ্বায়ক মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হবিবুর রহমান রিজু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ফাহিম প্রমুখ।
গণঅধিকার পরিষদ এ অনুষ্ঠানে সিরাজদিখান উপজেলার শীতার্ত ৫ শতাধিক পরিবারের হাতে কম্বল তুলে দেয়।
ঢাকা/রতন/বকুল