সুনামগঞ্জ সীমান্তে গুলিতে যুবক নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত সাইদুল উপজেলা গামাইতলা গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।
২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে ওই যুবক নিহত হয়েছেন, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা মাছিমপুর বিওপি কড়াইগড়া বিএসএফ ক্যাম্পকে পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে। বৈঠকের পরে বিষয়টি জানতে পারব।”
ঢাকা/মনোয়ার/মাসুদ