ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ২

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:৩৯, ৯ জানুয়ারি ২০২৫
খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ২

খাগড়াছড়ির গুইমারাতে অস্ত্রসহ ২ জনকে  আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার (৮ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার ডাক্তার টিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফেরকুমা কারবারিপাড়ার গৃদ্বিজয় ত্রিপুরার ছেলে রুবেল ত্রিপুরা জসীম (২০) ও কলাববাড়ী এলাকার বাচ্ছু মিয়ার ছেলে মঞ্জুর আলম (২১)।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, ‘‘দুই সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে গুইমারা ডাক্তার টিলা এলাকায় যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় এলজি, ৭ রাউন্ড কার্তুজ, ২টি এনড্রয়েড ফোন ও ১ হাজার ৮৬৮ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

আরো পড়ুন:

ঢাকা/রূপায়ন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়