ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ২ বাংলাদেশি নাগরিক আটক

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:১৩, ৯ জানুয়ারি ২০২৫
অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ২ বাংলাদেশি নাগরিক আটক

ফাইল ফটো

হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার জগতপুর গ্রামের মৃত নিমাই পালের ছেলে শ্রী অনিল পাল (৭০) ও তার স্ত্রী পারুল বালা (৬০)।

বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন বলেন, ‘‘ধর্মঘর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৯৯২-২৪-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর এলাকা থেকে ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তারা চিকিৎসার জন্য ভারতের আগরতলায় যেতে  অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন বলে স্বীকার করেছেন।’’

আরো পড়ুন:

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়