ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

নওগাঁয় আজ তাপমাত্রা ৯.১ ডিগ্রি

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ৯ জানুয়ারি ২০২৫  
নওগাঁয় আজ তাপমাত্রা ৯.১ ডিগ্রি

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় আবারো বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত দুইদিনের হিমেল বাতাস শীতকে বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। শীত বাড়ায় কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ৯.১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগও বেড়েছে। সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে। সেই সঙ্গে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। সন্ধ্যার পর থেকেই গরম কাপড় পরে চলাফেরা করছে মানুষ। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে চারপাশ। সকাল হলেই কেটে যাচ্ছে শীত। দ্রুতই কুয়াশা ভেদ করে দেখা মিলছে সূর্যের। তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও কিছুটা কমছে।

স্থানীয় বাসিন্দা রকিব হোসেন বলেন, “তাপমাত্রা কমে আসার সঙ্গে আজ হালকা কুয়াশা এবং আকাশ মেঘলা থাকার পাশাপাশি হিমেল বাতাস বয়ে যাওয়ায় শীতের প্রকোপ বেশি। মেঘ এবং হালকা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস এবং কুয়াশায় ছেয়ে যাচ্ছে চারপাশ। কনকনে শীতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন।” 

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

ঢাকা/সাজু/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়