মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিন ফার্মেসিকে জরিমানা
যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে যশোরের ঝিকরগাছায় তিন ফার্মেসীকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
ফার্মেসীগুলো হলো- ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মেসার্স সুমন ড্রাগ হাউস, মেসার্স শাহজাহান ফার্মেসী ও মেসার্স জামাল ফার্মেসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার বলেন, ‘‘সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। ফার্মেসী একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখা মানে সাধারণ মানুষকে বিপদে ফেলা। ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/প্রিয়ব্রত/রাজীব