রাঙামাটি রিজিয়ন টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাঙামাটি রিজিয়ন টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান
রাঙামাটিতে ১৮টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে রাঙামাটি রিজিয়ন টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। রাঙামাটি রিজিয়নের পৃষ্ঠপোষকতা এবং রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রাঙামাটি ভোলকান ক্লাব ও বুড়িঘাট ইয়ুথ ক্লাবের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টটি শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ।
উপস্থিত ছিলেন রাঙামাটি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল মাহতাব খান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট উপ-পরিষদের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম।
এসময় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবকদের শরীর গঠনের পাশাপাশি তারা নেশা থেকে দূরে থাকে। খেলাধূলা জীবনকে শৃঙ্খল হতে শেখায়। রাঙামাটি রিজিয়নের উদ্যোগে এমন আয়োজন জেলার ক্রিকেটাররা আবারো প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলো। এতে তারা তাদের ক্রিকেটিয় নৈপূণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছে।
ঢাকা/শংকর/টিপু