ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া নথি মিলল ভাঙারির দোকানে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:০৬, ৯ জানুয়ারি ২০২৫
চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া নথি মিলল ভাঙারির দোকানে

আটক রাসেল

চট্টগ্রাম আদালত ভবনের বারান্দা থেকে চুরি যাওয়া বিভিন্ন মামলার ৯ বস্তা নথি (কেস ডকেট) একটি ভাঙারির দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোররাতে চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটা এলাকার একটি ভাঙারির দোকান থেকে নথিগুলো উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলে, ‘‘চট্টগ্রাম আদালত ভবনের বারান্দা থেকে বিভিন্ন মামলার ১ হাজার ৯১১টি নথি গায়েব হয়ে যায়। এ ঘটনায় গত ৫ জানুয়ারি কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া। পরে সিসিটিভি ফুটেজ দেখে রাসেল নামের এক যুবককে আটক করা হয়।’’

তিনি আরো বলেন, ‘‘জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছেন, আদালতের অবকাশকালীন ছুটি চলাকালীন (১৩ থেকে ৩১ ডিসেম্বর) সময়ে তিনি নথিগুলো চুরি করে একটি ভাঙারির দোকানে ১৬ টাকা কেজি দরে বিক্রি করে দেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই ভাঙারির দোকান থেকে চুরি হওয়া ৯ বস্তা নথি উদ্ধার করা হয়েছে। রাসেল আদালত চত্বরে চা বিক্রি করতেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রেজাউল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়